মমেকে তিনশত ফুট আর্জেন্টিনার পতাকা মিছিল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১২ এএম, ২২শে নভেম্বর ২০২২


মমেকে তিনশত ফুট আর্জেন্টিনার পতাকা মিছিল
ছবি: জনবাণী

কাতার বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। 


সোমবার (২১ নভেম্বর) দুপুরে আর্জেন্টিনার সমর্থন শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ৩০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা কাঁধে নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 


এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা হইহুল্লোড়ে মেতে উঠেন। প্রিয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে বলে আসা ব্যক্ত করেন সমর্থকরা। জয় দিয়েই শেষ হবে মেসির বিশ্বকাপ সেই প্রত্যাশা রাখছেন।


শিক্ষার্থীরা বলেন, কোন মেডিকেল কলেজে আমাদের মতো এতো বড় পতাকা তৈরী করেনি। আমরা মনপ্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। তাই নিজেদের টাকায় পতাকা, আলপনাসহ বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। আশা করছি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আর্জিন্টিনা ইতিহাসে নতুন করে নাম লেখাকে।


ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.ইমরুল হাসান বলেন, বিশ্বকাপ একটা বিশাল ব্যাপার। এবারের বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট আর্জিন্টিনা। অন্যান্য দল ভালো খেললেও ব্যক্তিগত ভাবে আর্জিন্টিনাকে ভালোবাসি তাই মিছিলে অংশগ্রহণ করা।

জেবি/ আরএইচ/