প্রেমের টানে তাইওয়ানের তরুণী শরীয়তপুরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৯ এএম, ২৫শে নভেম্বর ২০২২

প্রেম মানে না বয়স। প্রেম মানে না ধর্ম। এবার যুবকের প্রেমে বাংলাদেশের শরীয়তপুরে চলে এসেছেন তাইওয়ানের এক তরুণী।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তাদের বিয়ে হয়েছে।
জানা গেছে, ওই তরুণীর নাম লিইউ হুই (৩১)। বর শরীয়তপুরের নড়িয়া পৌরসভার রমজান ছৈয়াল (৩৪)।
এদিকে ওই তরুণী তার বাবা-মা ও ভাইকে নিয়ে সোমবার বাংলাদেশে আসেন। ওইদিনই ঢাকা আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
রমজান জানান, মাধ্যমিক পাস করে ছয় বছর আগে তিনি মালদ্বীপ যান। সেখানে তিনি ও নিনা একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নববধূ ওই তরুণী বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। রমজানকেও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি আনন্দিত।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
