এবার ব্রাজিল জিতবে ভবিষ্যৎ বাণী করল গরু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:১২ এএম, ২৭শে নভেম্বর ২০২২


এবার ব্রাজিল জিতবে ভবিষ্যৎ বাণী করল গরু
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে জল্পনা-কল্পনার শেষে নেই। এদিকে ভবিষ্যৎ বাণীর নেই কোনো শেষ। এবার বিদেশের গণ্ডি পেরিয়ে দেশেও চলছে ভবিষ্যৎ বাণী নিয়ে নানা ঘটনা।


এবার কুষ্টিয়ার একদল ফুটবলপ্রেমী  গরু দিয়ে এমন ভবিষ্যৎ বাণীর আয়োজন করে।


গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।


এই আয়োজনে অংশ নেন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মান সমর্থকরা। তিনটি দলের পতাকা মোড়ানো ড্রামের ওপর রাখা হয় কাঁচা ঘাস। পরে একটি গরু আনা হয় ড্রামের সামনে।


পরে গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে। ঠিক সে সময় উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকরা।