নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্য


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৩ এএম, ২৭শে নভেম্বর ২০২২


নানা বাড়ি বেড়াতে এসে  পানিতে ডুবে শিশুর মৃত্য
ছবি: জনবাণী

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার যদুপুর গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে খেলতে গিয়ে  গর্তের পানিতে ডুবে শিশু আছিয়া খাতুন (৩)  মৃত্য হয়েছে।


জানাগেছে আজ ২৬ নভেম্বর শনিবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে টিউবওয়েলর পাশে  গর্তের পানিতে ডুবে মৃত্য হয়েছে।নিহত শিশু আছিয়া (৩) কুমিল্লা চাদপুর গ্রামের  আলাউদ্দিনের মেয়ে।


পারিবারিক সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে আমরা কুমিল্লা চাঁদপুর গ্রাম থেকে বেড়াতে এসেছি। আজ বেলা ১১ টার দিকে বাড়ির পাশে  খেলতে গিয়ে টিউবওয়েলর পাশে গর্তের পানিতে পড়ে যায়।খোজাখুজি করে গর্তের ভিতর থেকে তুলে সাথে সাথে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 


এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ  এ এইচ এম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে একটি অপমৃত্যুর অভিযোগ হয়েছে।


আরএক্স/