শিশু আয়াতের খণ্ডিত পা উদ্ধার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৪৫ এএম, ১লা ডিসেম্বর ২০২২

চট্টগ্রামে নিখোঁজের পর খুন হওয়া শিশু আয়াতের খণ্ডিত দুটি পা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (৩০ নভেম্বর) নগরীর ইপিজেডের আকমল আলী রোডের স্লুইসগেটের পাশ থেকে পা দুটি উদ্ধার করে পিবিআই।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পিবিআই মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান।
তিনি বলেন, বিকেলে স্লুইসগেটের পাশ থেকে পা দুটি উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় আয়াত।
জেবি/ আরএইচ/