চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভায় আ.লীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ এএম, ৫ই ডিসেম্বর ২০২২

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম বাচা।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জহিরুল ইসলাম চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসেন। দুপুর ১২টার দিকে গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মারা যাওয়া জহিরুল ইসলামের লাশ চন্দনাইশে নিয়ে গেছেন স্বজনরা।
জেবি/ আরএইচ/