ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে হত্যা, ৬ আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

রাজশাহীর বাঘায় ভাগ্নিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে হত্যা মামলার রায়ে ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার রায় ঘোষণা করা হয়।
ঘোষিত রায়ে বলা হয়, আসামি মিন্টু, রানা, পানা, আরিফ, শরীফ ও আরজেদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাদের এই সশ্রম দণ্ড। সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলায় মোট ২৫ আসামির মধ্যে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়। বাকি ৪ আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের মামলা চলবে জুভেনিল বা শিশু কিশোর আদালতে।
২০২০ সালের ১৪ জানুয়ারি বাঘার সুলতানপুর গ্রামের নাজমুল হোসেন তার স্কুলপড়ুয়া ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। দু’বছর পর মামলার এই রায় ঘোষণা করা হলো।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আ.লীগের মিছিল, আটক ৬

জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সেল মেডিকেল কলেজে সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম “ফিরে এসো” প্রিমিয়ার অনুষ্ঠিত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
