রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১০ এএম, ১১ই ডিসেম্বর ২০২২


রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু
রাজধানীতে বিকেল থেকে গণপরিবহন চলাচল শুরু- ছবি: সংগৃহীত

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার সকাল থেকে গণপরিবহন বন্ধ ছিল রাজধানীতে। তবে বিকেলে সমাবেশ শেষে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


এদিকে সমাবেশের দুদিন আগে বৃহস্পতিবার থেকে ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল কমে যায়। আর শুক্রবার ও শনিবার দূর পাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়।


যাত্রীরা জানায়, সকাল থেকেই রাস্তায় বাস কম ছিল। তবে শেষ বিকাল থেকে বাসের দেখা মিলছে সড়কে। এতে তারা গন্তব্যস্থলে যেতে পারছেন।

জেবি/আরএইচ/