রোনালদোকে নিয়ে কোহলির আবেগঘন পোস্ট


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৬ এএম, ১৩ই ডিসেম্বর ২০২২


রোনালদোকে নিয়ে কোহলির আবেগঘন পোস্ট
রোনালদো-কোহলি

চলমান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এটিই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। তার কান্না ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লক্ষ-কোটি ভক্তদের মনে। সেই তালিকায় রয়েছেন ভারতের পারস্টার ক্রিকেটার বিরাট কোহলিও। 


রোনালদোর প্রসঙ্গে সামাজিকমাধ্যমে একটিআবেগঘন পোস্টে করেছেন কোহলি। পোস্টে তিনি লিখেন,‘ফুটবল খেলায় আপনার অবদান কোনো শিরোপা বা ট্রফি দিয়ে মাপা যাবে না। সারা বিশ্বের ক্রীড়া অনুরাগী মানুষের জন্য আপনি যা করেছেন, তাদের জীবনে আপনি যা প্রভাব ফেলেছেন সেটা কোনো শিরোনাম ব্যাখ্যা করতে পারবে না।


তিনি আরও লেখেন, যখন আমি এবং বিশ্বজুড়ে আপনার ভক্তরা আপনাকে দেখে তখন আমরা কী অনুভব করি সেটা কোনোকিছু বলে বোঝানোর মতো নয়। আপনার কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ যেকোনো ক্রীড়াবিদের জন্য আশীর্বাদস্বরূপ। আমার কাছে আপনি সর্বকালের সেরা।’


জেবি/এসবি