এখনও ঘোর কাটেনি, অবিশ্বাস্য: ডি পল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:১৮ এএম, ১৫ই ডিসেম্বর ২০২২

চলমান কাতার বিশ্বকাপে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ক্রোয়েশিয়া ৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কঠিন সব চ্যালেঞ্জ পেরিয়ে ফাইনালে ঠাই পেয়ে ঘোরের মতো লাগছে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলের।
ম্যাচ শেষে তিনি বলেন,'আমর এখনও ঘোর কাটেনি, অবিশ্বাস্য। বিশ্বকাপের ফাইনাল খেলা খুব কম ওকের জন্য সম্ভব হয়েছে। আমি টা বলছি না যে, আমাদের নির্বাচন করা হয়েছে। কারণ আমরা ঈখনে আসতে অনেক পরিশ্রম করেছি, অনেক কাজ করেছি। আমাদের এটা প্রাপ্য।'
তিনি আরও বলেন,'নিজেদের ওপর অনেক বিশ্বাস ছিল আমাদের। লাতিন আমেরিকা চ্যাম্পিয়িন হয়ে আমার এখানে এসেছি... এটার পুনরাবৃত্ত করতে আমি কখনোই ক্লান্ত হব না। অবশ্যই, ভেতরে ভেতরে অনুভব করেছি আমরা করেত পারবো। শুরুতে কথিন গ্রুপ ছিল আমাদের, কিন্তু তারপর প্রতিটি ম্যাচই আমাদের জন্য ছিল ফাইনাল।
জেবি/এসবি