মান্ডায় কুকুরের কামড়ে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৫ এএম, ১৫ই ডিসেম্বর ২০২২

রাজধানীর মুগদায় কুকুরের কামড়ে আলামিন নামের তিন বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। এদিকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা জানান, খেলা করার সময় কুকুরের কামড়ে গুরুতর আহত হয় আলামিন। প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।