মালয়েশিয়ায় অনলাইন জুয়ার আসর থেকে ৫ বাংলাদেশি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

মালয়েশিয়ার
রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালানোর সময় ৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার
(৪ ফেব্রুয়ারি) ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ
জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো।
বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জয়ার আয়োজন হতো এখান থেকে।
পুলিশ
গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে
বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অভিযান
চলাকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, 'এই জুয়ার আসর থেকে জুয়ারিদের
কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো।'
তিনি
আরও বলেন, আমরা ৫ জন বাংলাদেশিকে আটক করেছি এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ
করেছি।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আ.লীগের মিছিল, আটক ৬

জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সেল মেডিকেল কলেজে সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম “ফিরে এসো” প্রিমিয়ার অনুষ্ঠিত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
