দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫২ এএম, ২৩শে ডিসেম্বর ২০২২


দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
পঞ্চগড়ের পরিস্থিতি

তাপমাত্রা কমে শীতের মাত্রা বেড়েছে  পঞ্চগড়ে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। 


তথ্যটি গণ্যমাধ্যমকে জানান তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। তিনি বলেন, তাপমাত্রা অনেকটা কমেছে। গত ৪ দিন পর আজ জেলায় তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।


এর আগে  গত ১৭ ডিসেম্বর ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 


জেবি/এসবি