তৃতীয় শ্রেণীর শিশু ধর্ষণ, দুই সন্তানের জনক শ্রীঘরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নরসিংদীর পলাশে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর পায়ুপথ দিয়ে ধর্ষণ করার অভিযোগে রাকিব মিয়া (২৮) নামের দুই সন্তানের জনক এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাকিব মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।
তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জনবাণীকে জানান, সম্প্রতি পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের বখাটে ছেলে রাকিব মিয়া একই গ্রামের ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে সে ওই শিশুটির পায়ুপথে ধর্ষণ করলে শিশুটি অচেতন হয়ে যায়। শিশুটির জ্ঞান ফিরলে রাকিব শিশুটিকে মারধর করে পাশাপাশি বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয় দেখানো হয়। শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটির পায়ুপথ দিয়ে অতিমাত্রায় রক্তক্ষরণ হলে শিশুটির পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফোন দিয়ে বায়ুপথে ধর্ষণ হওয়ার ঘটনাটি অবগত করলে দ্রত পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বখাটে রাকিব মিয়াকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আ.লীগের মিছিল, আটক ৬

জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সেল মেডিকেল কলেজে সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম “ফিরে এসো” প্রিমিয়ার অনুষ্ঠিত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
