চিনি ছাড়াই রসগোল্লা তৈরি করবেন যেভাবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

রসগোল্লা মানে মিষ্টি, আর মিষ্টি মানেই চিনি। কারণ বেশিরভাগ মিষ্টি তৈরিতে চিনির প্রয়োজন পড়েই। তবে অনেকের মিষ্টি খাওয়া মানা আছে। যেমন ডায়াবেটিস রোগীদের জন্য তো মিষ্টি একদমই নিষেধ! যদি এমন হয়, চিনি ছাড়াই তৈরি করা যায় সুস্বাদু রসগোল্লা? দেখে নিন চিনি ছাড়া রসগোল্লা এর রেসিপিটি।
উপকরণ:
>ছানা এক কাপ,
>ক্যালডারিন এক চা চামচ,
>ময়দা এক চা
চামচ,
>সুজি আধা চা চামচ,
>এলাচের গুঁড়া সামান্য,
>বেকিং পাউডার সামান্য।
প্রণালি:
ছানার পানি ভালো করে ঝরিয়ে ছানা বাতাসে শুকিয়ে নিতে হবে।ছানা হাত দিয়ে মিহি করে নিতে হবে।
ময়দা, এলাচ, সুজি, বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ছানা দিয়ে মাখিয়ে ১০-১২ ভাগ করে গোল করে রাখতে হবে।তিন কাপ পানি চুলায় দিতে হবে।
পানি ফুটে উঠলে ছানার গোল্লা দিয়ে ৩০-৩৫ মিনিট চুলায় জ্বাল দিতে হবে।মাঝেমধ্যে রসগোল্লা পানিতে ডুবিয়ে দিতে হবে।
পানি কমে এলে পানি দিতে হবে।রসগোল্লা চুলা থেকে নামিয়ে অল্প পানিতে ক্যালডারিন গুলিয়ে রসগোল্লায় দিতে হবে।পাঁচ-ছয় ঘণ্টা শিরায় ভিজিয়ে রাখতে হবে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আ.লীগের মিছিল, আটক ৬

জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সেল মেডিকেল কলেজে সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম “ফিরে এসো” প্রিমিয়ার অনুষ্ঠিত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
