নতুন করে আর কোনো বিধিনিষেধ দেওয়া হবে না: স্বাস্থ্যের ডিজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নতুন করে আর কোনো বিধিনিষেধ দেওয়া হবে
না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ
খুরশীদ আলম।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে
যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংক্রমণ কমে গেলে
সেই বিধি-নিষেধ তুলে নিতে আমরা অনুরোধ জানাবো। নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আরোপিত
বিধিনিষেধ বলবৎ থাকবে। আপাতত নতুন করে কোনো বিধিনিষেধ দেওয়া হবে না।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্যের ডিজি।
স্বাস্থ্যের ডিজি বলেন, ‘এ হাসপাতালে
(এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল) রোগীদের প্রচণ্ড চাপ সংকুলানে একই বিভাগের
একাধিক ওয়ার্ডসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড
চলমান রয়েছে। এগুলো শেষ হলে সমস্যাগুলো থাকবে না।’
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আ.লীগের মিছিল, আটক ৬

জাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

ইউনিভার্সেল মেডিকেল কলেজে সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম “ফিরে এসো” প্রিমিয়ার অনুষ্ঠিত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
