ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৩ এএম, ২রা জানুয়ারী ২০২৩


ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
অভিযুক্ত এরফানুল হক

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মক্তবে ১১ বছরের শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এরফানুল হক (৫৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।


শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের নিজ বাসা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। শনিবার(৩১ ডিসেম্বর ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, গত আগস্ট মাসে সকালে শিশুটি মক্তবে পড়তে যায়। পরে বাকি শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিশু কন্যা শিক্ষার্থীকে ঝাড়ু দেওয়ার কথা বলে রেখে দেন অভিযুক্ত শিক্ষক। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে যৌন নির্যাতন করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। এরফানুল হক (৫৫) নামের এক শিক্ষককে গ্রেফতার  হয়।