গাঁজা-মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৩ এএম, ৫ই জানুয়ারী ২০২৩

কুমিল্লার মুরাদনগরে মাইক্রোবাস যোগে মাদক পাচারকালে মাইক্রোবাস ও ১২কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত আঃ মুত্তালিবের পুত্র মোশাররফ হোসাইন ও মৃত মতি মিয়ার পুত্র সহিদ মিয়া।
পুলিশি সূত্রে জানা যায়, মাদক বহনকারী একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়া জেলা হয়ে বাঙ্গরায় প্রবেশ করবে এরূপ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা থানার ওসির নেতৃত্বাধীন এসআই হৃদয় পাল ও সহযোগী ফোর্স বুধবার (৪ জানুয়ারি) গভীর রাতে পূর্বধৈইর পশ্চিম ইউপির নবীয়াবাদের রাস্তায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার সময় সন্দেহজনক সাদা রংয়ের মাইক্রোবাসটিকে গতিরোধ করে তল্লাশী করায় ঘটনাস্থল থেকে ১২কেজি গাঁজা উদ্ধর করা হয়। দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে উদ্ধারকৃত গাঁজা সহ মাইক্রোবাসটিকে জব্দ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী জনবাণীকে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশ সুপার স্যারের নির্দশ মোতাবেক মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
আরএক্স/