কক্সবাজারে ইজতেমায় যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গা আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৭ এএম, ১৯শে জানুয়ারী ২০২৩


কক্সবাজারে ইজতেমায় যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গা আটক
ইজতেমায় যাওয়ার পথে তিন শতাধিক রোহিঙ্গা আটক

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাওয়া ২য় পর্বের ইজতেমায় যাওয়া পথে কক্সবাজার থেকে প্রায় তিন শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।


বুধবার (১৮ জানুয়ারি) জেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।


কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে গাজীপুরের উদ্দেশ্য যাত্রা করেছিলো তারা। 


এসব রোহিঙ্গারা প্রথমে খণ্ড খণ্ড হয়ে ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার শহরে প্রবেশ করে। শহর থেকে গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার পথে তাদের আটক করা হয়।