শেখ সোহেল রেজা’র ছড়া ‘টুম্পার আনন্দ’
সাইফুল বারী
প্রকাশ: ০৫:৩৩ এএম, ১৯শে জানুয়ারী ২০২৩

পায়ে আছে জুতা আর
লাল ফিতে চুলে,
টুম্পা মণি অনেক খুশি
যাবে যে স্কুলে।
শিখবে দেখো নতুন ছড়া
পড়বে নতুন বই,
সাথে যাবে পোষা বিড়াল
করে হৈ চৈ।
বায়না ধরছে ময়না পাখি
মনের আনন্দে,
স্কুলেতে যাবে টুম্পা
মনের হরষে।
জেবি/এসবি