হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৬ এএম, ২৫শে জানুয়ারী ২০২৩


হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
বন্য হাতি

চট্টগ্রামের বাঁশখালিতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের প্রাণহানি হয়েছে।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) উপজেলার চাম্বল ইউনিয়নের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত কৃষকের নাম নুরুল ইসলাম। তিনি চাম্বল ইউনিয়নের দুদু মিয়ার ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী। 


তিনি বলেন, পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে এক কৃষক মারা গেছে। মরদেহ দাফনের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সব ধরনের সহযোগিতার জন্য বলা হয়েছে। তিনি সব ধরনের সহযোগিতা করেছেন।'


জেবি/এসবি