গরম তেলে পড়ে প্রাণ গেলো শিশুর
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৪৪ এএম, ২৭শে জানুয়ারী ২০২৩

চট্টগ্রামের রাউজানে গরম তেলে পড়ে আবু সাঈদ আদিল নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুর মা আফসানা নুর নাশতা তৈরির জন্য কড়াইয়ে তেল গরম করেন। এ সময় সে দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।