বইমেলায় অনিকের ‘তুমি কি আমার আকাশ হবে?’


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০১:৪৯ এএম, ১লা ফেব্রুয়ারি ২০২৩


বইমেলায় অনিকের ‘তুমি কি আমার আকাশ হবে?’
শরিফুল ইসলাম অনিক

আসছে অমর একুশে গ্রন্থমেলায় আসছে উদীয়মান কবি ও গীতিকার শরিফুল ইসলাম অনিকের দ্বিতীয় কবিতার বই। এটির নাম ‘তুমি কি আমার আকাশ হবে?’।  

দুয়ার প্রকাশনীতে থেকে প্রকাশিত এই কবিতার বইটিতে তার লেখা ৩৬ কবিতা রয়েছে বলে জানা গেছে।

বই প্রসঙ্গে অনিক বলেন, “এই বইটির পান্ডুলিপির কাজ শুরু করেছিলাম করোনার আগে, নানা কারণে বইটি প্রকাশ করা সম্ভব হয়ে উঠেনি। দুয়ার প্রকাশনীর হৃদয় ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।” 

১৫ জানুয়ারি থেকে রকমারিসহ সব অনলাইন প্ল্যাটফরমে বইটির প্রি-অর্ডার শুরু হয়েছে বলে জানান অনিক।