প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:১৩ পিএম, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
দাগনভূঞা থানা

ফেনীর দাগনভূঞায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় দেলোয়ার হোসেন নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৬ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। 


এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেন।


আসামি দেলোয়ার হোসেন উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।


জানা যায়, দুই সন্তানের জননী ওই গৃহবধূ দেলোয়ার হোসেনের প্রতিবেশী। একদিন দেলোয়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত চার বছর ধরে ধর্ষণ করে আসছিলেন।


স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ভুক্তভোগীর পরিবার ঘটনাটি আমাকে জানিয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ একটি মামলা করছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।