রাজ্যের মুখে ভাত অনুষ্ঠান, যে আয়োজন করলেন পরী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:০৮ এএম, ১৫ই ফেব্রুয়ারি ২০২৩

ঢাকায় ছবির আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণি। গত বছরের ১১ আগস্ট মাসে পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। সেই হিসেব অনুযায়ী ১১ ফেব্রুয়ারি ৬ মাস পূর্ণ হয়েছে রাজ্যের।
ছয়মাস পরে শিশুদের মুখে বাড়তি খাবার দেওয়া হয়। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে এবার বিশ্ব ভালোবাসা দিবসকে বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে প্রথম ভাত মুখে দেবে পরীর ছেলে।
পরীমনি সংবাদমাধ্যমকে জানান, আজ আমার একমাত্র সন্তান রাজ্যর ৬ মাস পূর্ণ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে বসে।
তিনি আরও জানান, এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে, সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক, সুন্দরভাবে বেড়ে উঠুক।