আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অনুদান বিতরণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৯ এএম, ১৬ই ফেব্রুয়ারি ২০২৩


আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অনুদান বিতরণ
আলীকদম সেনা জোনের সহায়তা

বান্দরবান আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসায়,এতিমখানা,গরীব শিক্ষক-শিক্ষার্থী,দুঃস্থ পরিবার, উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্সের ছাত্র-ছাত্রীদের মাঝে অনুদান দেয়া হয়। 


পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আলীকদম সেনা জোন ক্যান্টিন হলরুমে এক অনুষ্ঠানে এই সহায়তা করা হয়।


সেনা জোন সূত্রে জানা যায়, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায়, এতিমখানা, গরীব শিক্ষক শিক্ষার্থী, দুঃস্থ পরিবার, উপজাতি মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরুং কমপ্লেক্স ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ ২ লক্ষ ৪২ হাজার ৩৬ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান পিএসসি জোন কমান্ডার আলীকদম জোন। এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে ও ভবিষ্যতে থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ দুঃস্থদের চিকিৎস্বার্থে মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


উল্লেখ্য,জোন কর্তৃক প্রতি মাসেই সকল প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করে থাকেন। তাছাড়া দুঃস্থদের মাঝে ত্রাণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য তাৎক্ষণিক অনুদান প্রদান করে থাকেন। বর্তমান শীতে অত্র জোনের আওতাধীন ক্যাম্পসমূহ দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শীত বস্ত্র বিতরণ করেছেন।


আরএক্স/