পটুয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৯ এএম, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


পটুয়াখালীতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

পটুয়াখালীর চকবাজার এলাকায় সানজিদা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পটুয়াখালী শহরস্থ চকবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। 


জানা যায়, সানজিদার মানসিক সমস্যা থাকায় মা সাহিদা বেগম সবসময় সানজিদাকে তার সাথে সাথেই রাখতেন। এবং স্কুলেও নিয়ে যেতেন মা সাহিদা।


নিহত সানজিদা পটুয়াখালীর সিরউদ্দিন গাজীর মেয়ে। সে শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 


পটুয়াখালী সদর থানার ওসি মনির হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে বলে জানান তিনি।