বইমেলায় জাহাঙ্গীরের দুই বইয়ের মোড়ক উন্মোচন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১৮ এএম, ১৯শে ফেব্রুয়ারি ২০২৩


বইমেলায় জাহাঙ্গীরের দুই বইয়ের মোড়ক উন্মোচন
জাহাঙ্গীরের দুই বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা-২৩ এ  ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাসের দুইটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 


শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় মেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।


নব সাহিত্য প্রকাশনী থেকে কবিতার বই ভোরের পাখি ও কাব্যগ্রন্থ প্রকাশন থেকে গোয়েন্দা উপন্যাস কোকেন কান্ডে কিংস কাইট নামে বই  দুইটির মোড়ক উন্মোচন করেন ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস।   


এসময় উপস্থিত ছিলেন  শাজাহান খান এমপি, দৈনিক বসুন্ধরা পত্রিকার সম্পাদক সোহেল রানা, সাংবাদিক আহসান হাবীব মামুনসহ, চঞ্চল মেহমুদ মহি উদ্দীন লাল্টু প্রমুখ।


জেবি/এসবি