দুমকিতে গাছের গুড়িতে দেখা মিলল মানুষের প্রতিচ্ছবি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫২ এএম, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালীর দুমকিতে গাছ কাটার পর গাছের গুড়িতে মানুষ আকৃতির প্রতিচ্ছবি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাছে মানুষের ছবি দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।
বুধবার (২২ ফেব্রুয়ারী)বিকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।স্থানীয়সূত্রে জানা যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া এলাকার বাসিন্দা আবদুল হাই সওদাগর একই এলাকার বাসিন্দা গাছ ব্যবসায়ী সুলতান মল্লিকের কাছে একটি রেইনট্রিগাছ বিক্রি করেন।
পরে বুধবার বিকালে সুলতান মল্লিক গাছটি কেটে ফেললে গাছের গুড়িতে মানুষের আকৃতির মতো ছবি দেখা মেলে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। গাছের মালিক আবদুল হাই সওদাগর বলেন,গাছটি কাটার পর শ্রমিকেরা এভাবে মানুষের আকৃতির মতো ছবি দেখতে পায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, বিষয়টি মানুষের মুখে শুনেছি। তবে সরেজমিনে না গিয়ে কিছু বলা যাবে না।
আরএক্স/