১৫০ মণ অবৈধ হাঙর, ২০টি শাপলাপাতা মাছ জব্দ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৩ এএম, ২১শে মার্চ ২০২৩

১৫০ মণ অবৈধ হাঙর, ২০টি শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। পরে জব্দ করা মাছ মহিপুর বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়। জব্দকৃত এসব মাছের বাজারমূল্য ছিলো দেড় কোটি টাকা।
সোমবার (২০ মার্চ) উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্যবন্দরসংলগ্ন শুঁটকিপল্লি থেকে এসব মাছ জব্দ করা হয় বলে জানা গেছে।
নিজামপুর কোস্টগার্ডের কমান্ডার আরিফ মাহমুদ বলেন, এসব মাছ কেটে শুঁটকি প্রক্রিয়াজাত করতে চেয়েছিল ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
তিনি বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ এ ব্যবসার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। নদী ও সাগরে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।