শাহ আমানতে পৌনে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৪০ পিএম, ২৩শে মার্চ ২০২৩

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে পৌনে তিন কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। তার পেটে লুকিয়ে রাখা আরও স্বর্ণ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল বৃহস্পতিবার (২৩ মার্চ) দুবাই থেকে একটি ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩ পিস স্বর্ণবার উদ্ধার করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, হাটহাজারীর এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরও স্বর্ণবার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।