চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরালের পিতার জানাযায় মানুষের ঢল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫১ এএম, ৩১শে মার্চ ২০২৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল এর শ্রদ্ধেয় পিতা মো. ইউছুপ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২৯মার্চ) রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮৬ বছর। চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল বিষয়টি গতরাতে গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। বয়স্ক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার অপর সন্তান শহীদ ছাত্রনেতা এনাম রাজনৈতিক জীবনে একজন দুর্বার সৈনিক ছিলেন। মরহুম মো. ইউসুফের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অত্যন্ত ভালো ও দ্বীনদার পরহেজগার মানুষ ছিলেন বলে জানান এলাকাবাসী।
তিনি তাঁর জীবন দশায় অনেক মানুষের সামাজিক সহযোগিতায় এগিয়ে এসেছেন। এদিকে কাউন্সিলর এসরারুল হক এসরাল এর পিতার মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে শোক জানিয়েছেন নগর আওয়ামী লীগসহ তৃণমূলের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বাদ যোহর চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজে শরীক হতে আওয়ামী রাজনৈতিক দলের নেতারা ছুটে আসেন। সেই সাথে এলাকার শত শত সাধারণ মানুষ শেষবারের মতো দেখতে আসেন মরহুম’কে।
মরহুমের জানাযা নামাযে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন, সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ নগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা অনেকেই শরীক হয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা সহ পরিবারের সদস্যদের প্রতি শোকবার্তা জানিয়েছেন।
জানাযা’র নামাযের আগে কাউন্সিলর এসরারুল হক এসরাল তার পিতা মো. ইউছুপের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
আরএক্স/