রাতের ভোট হয়ে গেছে এমন মন্তব্যে করায়, উপজেলা সভাপতিকে শো-কজ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩০ এএম, ১৭ই এপ্রিল ২০২৩


রাতের ভোট হয়ে গেছে এমন মন্তব্যে করায়, উপজেলা সভাপতিকে শো-কজ
মাহবুবুর রহমান তালুকদার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা আওয়ামী লীগ। তাকে আগামী ১০ দিনের মধ্যে ওই শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। 


রবিবার (১৬ এপ্রিল) কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার বিষয়টি জানান।


পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত ওই শো-কজে বলা হয় ‘রাতে ভোট হয়ে গেছে, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে’ ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমান হাসনাতের সাথে কথোপকথনে এমন আপত্তিকর মন্তব্য করায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ অবস্থায় আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবেনা তা জানানোর জন্য বলা হয়েছে।’ 


১৫ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহীদুল ইসলাম বিস্বাসের সভাপতিত্বে এক জরুরী সভায় মাহবুবুর রহমান তালুকদারকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে জেলা ও কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। 


এ ব্যাপারে সাবেক প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব তালুকদার বলেন, এটি সম্পূর্ণভাবে ষড়যন্ত্র।


আরএক্স/