দর্শনায় ১৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৬ পিএম, ১৬ই মে ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনায় র্যাব ৬ ও দর্শনা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৭৫বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত সোমবার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মিলন মিয়া (৪০) কে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে ১৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ঝিনাইদহ র্যাব ৬ মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা থানার আকন্দবাড়িয়া বটতলা বাজরের যাত্রী ছাউনির সামনে এ সময় র্যাব জীবনগর উপজেলার ছটাংগা পাড়ার শামীম রেজাকে (২২) গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদি হয়ে দর্শনা থানায় শামীম রেজার নামে মাদক আইনে মামলা দায়ের করেছে। তাদের দুজনকে মাদক আইনে মামলায় চুয়াডাঙ্গা আদালতে পাঠিয়েছে পুলিশ।