রোজায় এক কোটি পরিবার সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

রমজানকে সামনে রেখে এক কোটি হতদরিদ্র পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি
বলেন, করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের আয় কমে যাওয়া এবং পণ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)
মাধ্যমে সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর সরবরাহ করা হবে। এ কাজের ব্যবস্থাপনার
দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
আন্তর্জাতিক
বাজারের সঙ্গে দেশের বাজারে তেলের দাম সমন্বয় না করলে আরও বড় সংকট দেখা দিতো বলে মনে
করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা তেলের দাম বাড়িয়েছি, কারণ ৯০ শতাংশ খাওয়ার তেল
আমরা আমদানি করি। আন্তর্জাতিক বাজারে সেই তেলের দাম বেড়েছে। অবশ্য সেই দাম বাড়ার সঙ্গে
কনটেইনার ভাড়া বেড়েছে। তার সঙ্গে অ্যাডজাস্ট যদি আমরা না ঠিক করে দেই, তাহলে তেল তো
আমদানিকারকরা আনবেই না।
ওআ/