সরিষাবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩০ পিএম, ৫ই জুন ২০২৩


সরিষাবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 


সোমবার (৫ জুন) পোঘলদিঘা ইউনিয়নের চর মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মালিপাড়া গ্রামের মরহুম আজিজ ফকির এর ছেলে।


জানা গেছে, জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের যৌতুক আইনের ৩ ধারায় তার স্ত্রী শাপলা বেগম মামলা দায়ের করে। সেই মামলায় বিচারিক আদালত ২ বছরের সাজা রায় ঘোষণা করেন। 


গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহাদাৎ ও নাইমুর রহমানসহ পুলিশ সদস্যরা আলমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। 


আরও পড়ুন: চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার আসামী গ্রেফতার


এএসআই শাহাদাৎ জানান, থানায় গ্রেফতারী পরোয়ানা আসার পর আমরা সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান পরিচালনা করে পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া থেকে আলমকে গ্রেফতার করি।


সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, আসামী মো. আলম মিয়াকে ভোরে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। সকালেই তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।


জেবি/ আরএইচ/