চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বিশ্বাস


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৮ পিএম, ১১ই জুন ২০২৩


চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বিশ্বাস
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বিশ্বাস

মাগুরার শ্রীপুর উপজেলার বর্ষীয়ান আওয়ামী পরিবারের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বিশ্বাস শনিবার (১০ জুন) রাতে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দুই ছেলে দুই মেয়েসহ ৪ সন্তানের জনক ছিলেন। 


রবিবার (১১ জুন) বাদ যোহর নামাজের পর জোকা পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 


সকালে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইকরাম আলি বিশ্বাস।  


আরএক্স/