প্রকাশ্যে দিবালোকে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রকাশ্যে দিবালোকে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

ভারতের আসাম রাজ‍্যের শিলচরে দিব‍্যালোকে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ১৮ বছরের কলেজ পড়ুয়া যুবতীর ধর্ম সম্পর্কিত ভাই অমর সিনহা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত‍্যা করে ওই যুবতীকে। 

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, অমর সিনহার মূলবাড়ি মণিপুর রাজ‍্যের জিরিবামের বেকরায়। শিলচরে অবস্থিত চেংকুড়ি ভক্তপুরের পুলিশকর্মী মধু সিনহার বাড়িতে ভাড়া থাকে অমর। হতভাগ‍্য যুবতী নিশা সিনহা। একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা নবকুমার সিনহা সেনাকর্মী। এদিন দুপুরে যুবতী নিশা সিনহা একটি শিশু কোলে নিয়ে ভক্তপুরে এক কৃষি জমিতে যান। সেখানে আগে থেকে উৎপেতে বসেছিল ঘাতক অমর। হঠাৎ অমর সিনহা ছুরি দিয়ে নিশার ওপর আক্রমণ করে। সে যুবতীর গলায় ছুরি দিয়ে বেধরক কুপিয়ে হত‍্যা করে। পরে অমর সিনহা গা ঢাকা দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এ ব‍্যাপারে পুলিশ বাহিনী খুনি অমরকে ধরার জন‍্য অভিযান অব‍্যাহত রেখেছে বলে জানা গেছে।

এসএ/