এলিকো এগ্রোভেটে যুক্ত হলো দুই ভেটেরিনারি ডাক্তার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ৪ঠা জুলাই ২০২৩

দুর্বার গতিতে এগিয়ে চলেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভেটেরিনারি এলিকো এগ্রোভেট কোম্পানি।
ভেটেরিনারি জগতে যাত্রা শুরুর মাত্র এক বছরে সুনামের সঙ্গে সারাদেশে ব্যবসা করে চলেছে প্রতিষ্ঠানটি।
এলিকো এগ্রোভেট কোম্পানি ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে ব্যাপক সাড়া ফেলেছে। মানসম্পন্ন পণ্য বাজারজাত করায় অন্যান্য কোম্পানির মতো দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পরছে প্রতিষ্ঠানটির নাম।
সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী ডা. আখতারুজ্জামান শেখ অভি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী ডা. সুফল মিয়া সুজন।
কোম্পানিটির সিইও দছিজুল হক আনিস জনবাণীকে বলেন, পথ চলার মাত্র দেড় বছরে ১০৮ জন বেকার যুবকের কর্মস্থান সৃষ্টি করতে পেরেছি। সারাদেশের ১৮ টি জেলায় ৯ টি পদের ওষুধ সরবরাহ করতে পেরে আমরা আনন্দিত। ১ একর জমির উপর বিস্তৃত কোম্পানিটিতে ক্রমান্বয়ে জনবল ও বিভিন্ন নতুন প্রোডাক্ট যুক্ত হবে।
আরএক্স/