ভারত জুড়ে ভোর পাঁচটা থেকে সিনেমা হলে চলছে ‘জওয়ান’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০:৪১ এএম, ৭ই সেপ্টেম্বর ২০২৩

ভারত জুড়ে মুক্তি পেল শাহরুখের নতুন ছবি ‘জওয়ান’। ভোরের আলো ফুটতে না না ফুটতেই হলে হলে উপচে পড়া ভিড় দর্শকের।
দলে দলে মানুষ সারিবদ্ধ ভাবে প্রেক্ষাগৃহে প্রবেশের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। সবার মুখে একটাই স্লোগান, ‘শাহরুখ! শাহরুখ!’এই চিত্র তো অপরিচিত নয়। কিন্তু ভোর পাঁচটায় শহরের কোনও প্রেক্ষাগৃহে এই দৃশ্য নিঃসন্দেহে বিরল।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ‘জওয়ান’ মুক্তি পর প্রতিটি হল হাউজ ফুল চলছে। মাঝে অতিক্রান্ত ঠিক ২২৫টি দিন। ‘পাঠান’মুক্তির পর আরও এক বার এই ভিড় প্রমাণ করল, শাহরুখের প্রতি মানুষের নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনকে।
‘জওয়ান’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শো-এর টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। পরিসংখ্যানের দিক থেকে তা ‘পাঠান’ এর অগ্রিম টিকিট বিক্রিকেও ছাপিয়ে গিয়েছে।
আরএক্স/