রাজাপুরে দুই সন্তানসহ মা সাত দিন ধরে নিখোঁজ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ পিএম, ৪ঠা অক্টোবর ২০২৩


রাজাপুরে দুই সন্তানসহ মা সাত দিন ধরে নিখোঁজ
দুই সন্তানসহ মা হোসনেয়ারা

ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামের ব্র্যাক এলাকায় দুই সন্তানসহ মা হোসনেয়ারা বেগম (৩২) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। 


এ ঘটনায় দুই সন্তান ও স্ত্রীকে না পেয়ে স্বামী মোস্তফা হাওলাদার ওরফে ইকবাল থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন। 


মোস্তফা হাওলাদার অভিযোগ করে জানান, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে দুই সন্তান ও বাসায় রাখা বিল্ডিং করার জন্য ১ লাখ ৮৫ হাজার দুই ভরি সোনার গহনা নিয়ে চলে যায়। দিনমজুরের কাজ শেষে এসে স্ত্রী হোসনেয়ারা, ছেলে রবিউল হাওলাদার (৮) ও মেয়ে ইভা (১৬) ঘরে নেই। 


ঘরের দরজা খোলা অবস্থায় দেখে ঘরে ডুকে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও কোন সন্ধান পাননি তাদের। তাদের সন্ধান পেলে যোগাযোগ করুন স্বামী ইকবাল, মোবাইল নম্বর- ০১৯৫৪৫৯৪২৫২। 


এ ঘটনায় থানায় ও ঝালকাঠির সহকারি সিনিয়র পুলিশ সুপারের (রাজাপুর সার্কেল) কাছে অভিযোগ দিয়েছেন। রাজাপুর থানার এএসআই রুস্তুম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরএক্স/