আবারও দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২২ পিএম, ২রা নভেম্বর ২০২৩

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ ও ৬ নভেম্বর এই অবরোধের ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকরমীদের ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: এয়ারপোর্ট রোডে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ছাত্র দলের
সেই সাথে আগামী শুক্রবার (২ নভেম্বর) সারা দেশে দোয়া মাহফিলেরও ঘোষণা দেন তিনি। চলমান আন্দোলন বিএনপির নিহত নেতাকর্মীদের জন্য এই দোয়া মাহফিল হবে।
জেবি/এসবি