রুটি বিতরণ করতে গিয়ে ইউক্রেনের মেয়র নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


রুটি বিতরণ করতে গিয়ে ইউক্রেনের মেয়র নিহত

রাশিয়ার সৈন্যবাহিনীর গুলিতে ইউক্রেনের গোস্তোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রিলিপকো নিহত হয়েছেন। এটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে অদূরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর।

গোস্তোমেল শহর কর্তৃপক্ষ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, মেয়র ইউরি ইলিচ প্রিলিপকো ক্ষুধার্তদের রুটি এবং অসুস্থদের মাঝে ওষুধ বিতরণ করার সময় মারা গেছেন।

ফেসবুকে পোস্টে বলা হয়েছে, মেয়রকে কেউই দখলদারদের বুলেটের নিচে যেতে বাধ্য করেনি। তিনি গোস্তোমেলের

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়