গুচ্ছ নয় একক ভর্তি প্রক্রিয়ায় ইবি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ পিএম, ২৯শে জানুয়ারী ২০২৪

মংক্যচিং মারমা, ইবি প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ইসলমী বিশ্ববিদ্যালয়(ইবি) প্রশাসন।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১২৭ তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: ইবিতে ভ্যান চালাতে চালকদের নিবন্ধন দিয়েছে প্রশাসন
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রুটিন এজেন্ডা এবং সমস্যা, সান্ধ্যকালীন আইন পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সকালে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। এতে গুচ্ছে না যাওয়ার বিষয়টির সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটিই সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় একই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুন: ইবিতে পুনরায় চালু হলো সোমবারের অফলাইন কার্যক্রম
এর আগে গত ২৩ জানুয়ারি নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি। সিদ্ধান্তের পরের তিনদিনের মধ্যে একক পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি জানান সংগঠনটির পক্ষ থেকে। এরপরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারো গুচ্ছ অংশ নেয় তবে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের

জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
