কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৪ পিএম, ২৪শে সেপ্টেম্বর ২০২৪

কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে জেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যলয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুশতাক সরকার,ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন,সহ কিশোরগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মকবিনিময় সভায় সাংবাদিক মোঃ নাসিম খান, তাফসিলুল আজিজ আশরাফুল ইসলাম, সাইফুল মালেক চৌধুরী, মোঃ সোহেল চৌধুরী, মনোয়ার হোসেন রনি, মাজহার মান্না,সালেহ বাবুল,রাকিবুল ইসলাম রোকেল,তানভীর হায়দার শরফ উদ্দিন জীবন প্রমূখ জেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সাংবাদিকবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা পরিপন্থী নানা সমস্যা তুলে ধরে মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত, কিশোরগ্যাংমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত শান্তিপুর্ন পরিবেশ তৈরীর দাবী জানান।
পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী তার বক্তব্যে কিশোরগঞ্জ জেলার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে শান্তিপুর্ন সহাবস্থান সৃষ্টিতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
