টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা আর নেই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩২ এএম, ১০ই অক্টোবর ২০২৪


টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা আর নেই
রতন টাটা

ভারতের শিল্পজগতের নক্ষত্র টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন।


বুধবার (১০ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


আরেক শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা ক্ষুদ্র ব্লগ সাইট এক্স -এ রতন টাটার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। খবর দ্য ওয়াল ও সংবাদ প্রতিদিন।


গত সোমবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ করেই খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি সামাজিকমাধ্যমকে পোস্ট করে জানান, সেটা ভুল খবর। তিনি ঠিক আছেন। কিন্তু বুধবার আবার ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।


আরও পড়ুন: হিজবুল্লাহর চেইন অব কমান্ড বজায় আছে, বলল রাশিয়া


এর আগে জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


জানা যায়, রতন টাটার বয়স হয়েছিল ৮৬ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। এজন্য নিয়মিত চেকআপেও থাকতে হতো তাকে।


জেবি/এসবি