যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২৮শে অক্টোবর ২০২৪

গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা যুবদলের আয়োজনে পৌর মুক্ত মঞ্চে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
এসময় অসহায় ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র অহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, রেড ক্রিসেন্টের ডা. আলমগীর সিদ্দিকী ও ডা. সাকিব মেহেদী। কর্মসূচিতে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টনের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক ফজলুল কবির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
