মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নার্সকে মারধরের অভিযোগ স্বজনদের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৭ পিএম, ৩রা নভেম্বর ২০২৪

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী (সা:):মুন্সীগঞ্জে জশনে জুলুস অনুষ্ঠিত
রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পঞ্চম তলায় ডেঙ্গু ওয়ার্ডে ওই নারী মারা যান। তিনি শনিবার (২ নভেম্বর) সকালে ভর্তি হন ।
এদিকে রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে হাসপাতালে ঢুকে একাধিক নার্সদের মারধরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অবস্থান করছে পুলিশ।
মৃত হাজেরা বেগম (৫৫) মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মুহম্মদ শামসুল আলম সরকার
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
