ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৪ এএম, ২২শে ডিসেম্বর ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় ঘন কুয়াশার মধ্যে একাধিক যানবাহন দুর্ঘটনায় পড়েছে। এতে ১ নিহত ও আরও ১০-১৫ জন আহত হয়েছেন।
রবিবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত ৪টি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নিলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: এএফ হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
পুলিশ জানায়, প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ রয়েছে। সংঘর্ষের পরে ৩টি পরিবহন পালিয়ে গেছে। মহাসড়ক থেকে ৪টি ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আ. কাদের জ্বিলানী বলেন, ভোর ৬টার দিকে মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: বিমানের ওয়েব টিকেটিংয়ে নতুন পেমেন্ট গেটওয়ে হিসেবে যুক্ত হলো ডাচ্-বাংলা ব্যাংক
শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার বলেন, একজন নিহত হয়েছেন। নিহতের নাম ফরহাদ (৪০)।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
