প্রিয়ম কাঁচপুরী’র জন্মদিনে দুঃস্থদের কম্বল উপহার
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ পিএম, ১০ই জানুয়ারী ২০২৫

প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান সমাজ সেবক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাচপুরীর পুত্র প্রিয়ম কাচপুরীর ৩২ তম জন্মদিনে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের হীরাঝিল নিজ ভবনে প্রিয়ম টাওয়ারে কম্বল বিতরণ করেন হাফেজ মাওলানা হাবিব উল্লাহ কাঁচপুরী।
আরও পড়ুন: টাঙ্গাইলের ‘দৈনিক জনবাণী’ পত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের মতবিনিময়
আগামী সোমবার (১৩ জানুয়ারী) হীরাঝিলে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া দুপুরে মাদ্রাসার ছাত্রসহ গরিব ও অসহায়দের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। এই জন্মদিনের মূল আকর্ষনই হলো এতিম ও অসহায়দের মাঝে রাজকীয় খাবারের আপ্যায়ন করা। খাবার শেষে সবার জন্য উপহার হিসেবে থাকছে একটি করে কম্বল। এ ছাড়াও গত দুদিন ধরে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগগঞ্জ, ঢাকা, কুমিল্লা, চৌদ্দগ্রাম ১০ হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল উপহার হিসেবে দেওয়া হয়।
আলহাজ্ব হাবিবুল্লাহ কাচপুরী বলেন, আমার ছেলের জন্মদিন। এদিনটি আমি প্রতি বছর এতিম ও অসহায়দের নিয়ে পালন করে থাকি। আপনারা আমার পরিবার ও আমার ছেলের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে সব সময় সুস্থ রাখেন, এবং আমিও যেন সব সময় মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি।
আরও পড়ুন: জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
তিনি বলেন, জন্মদিনের খুশী সকলের মাঝে ছড়িয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি।আপনাদের বিপদ-আপদে আমি অতিতে যেমন ছিলাম, বর্তমানেও তেমন আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
